সাঘাটায় মুক্তি- যুদ্ধের স্মৃতিচারণ মূলক আলোচনা সভা
আনোয়ার হোসেন রানা গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার সাঘাটা উপজেলায় ১৯৭১ সালে ত্রিমোহিনী ঘাটে
সম্মুখ- যুদ্ধে শাহাদত বরণকারী ১২ জন শহীদ বীর মুক্তিযোদ্ধার সম্মানে
নির্মিত স্মৃতিস্তম্ভের বেদী ও শহীদদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া
মাহফিল ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ত্রিমোহনী ঘাট শহীদ চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন
স্হানীয় সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন" এমপি। জেলা প্রশাসক ও
মুক্তিযোদ্ধা প্রশাসক কাজী নাহিদ রসুলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য
রাখেন পুলিশ সুপার কামাল হোসেন, জেলা নির্বাহী প্রকৌশলী সাবিউল ইসলাম,
উপজেলা মুক্তিযোদ্ধা প্রশাসক ইউএনও ইসাহাক আলী
বীর
মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা নাজমুল হুদা দুদু, ফজলুল
করিম সরকার হুন্দু, রফিকুল ইসলাম বকুল, শাহজাহান আলী সাজু, গৌতম কুমার
মদক, আ" লীগ সভাপতি এ্যাড, সামশীল আরেফিন টিটু, সহ সভাপতি হায়দার আলী,
উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম বিপ্লব, ওসি রাকিব হোসেন
সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।